শাহ সুমন, বানিয়াচং ঃ- “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে উদ্বোধনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে এগারোটায় সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং ও আজমিরীগঞ্জ) জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার (বিউটি), বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আমীর হোসেন মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) অফিসার মোঃ আবু হানিফ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, মৎস্য কর্মকর্তা মোঃ বুরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউন উল্লাহ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দারুজ্জামান খান, চেয়ারম্যান মাসুদ কোরানী মক্কী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম চৌধুরী রিপন, প্রমুখ।
এসময় মৎস্য চাষে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি উপজেলার সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান করেন, আলহাজ্ব এডভোকেট মোঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, এমপি।