শাহ সুমন, বানিয়াচং ঃ- শেখ হাসিনা সরকার পতনের পর হবিগঞ্জের বানিয়াচংয়ে সনাতন ধর্মাবলম্বীদের উপর কোনো সাম্প্রদায়িক সহিংসতা ঘটনা ঘটেনি। সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা বৈঠকে এ কথা জানান তারা।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে এগারোটায় উপজেলা সভাকক্ষে বানিয়াচং- আজমিরীগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মাহী আহমেদ চৌধুরী ও উপজেলা প্রশাসনর কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এর উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।সভায় বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। মেজর মাহী আহমেদ বলেন, সরকার পতনের পর দেশজুড়ে বাংলাদেশ সেনাবাহিনী দিনরাত জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছে।