প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৪, ৩:১০ পি.এম
বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শাহ সুমন, বানিয়াচংঃ- বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত (৫ আগষ্ট) নিহত ৯জন শহীদের আত্নার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ আগষ্ট) বিকাল তিনটায় শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপির আয়োজনে গণ দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখনের সঞ্চালনায়, এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেটমনজুর উদ্দিন আহমদ শাহীন, সাবেক আহবায়ক ও ব্যবসায়ী আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, ফরহাদ হোসেন বকুল, জমিয়ত উলামা ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফি, মাওলানা মশিউর রহমান, জামায়াত নেতা খন্দকার তালেব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসাইন,সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, উপজেলা মহিলা বিএনপির সভাপতি তানিয়া আক্তার, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক শেখ সুহেল মিয়া, বানিয়াচং উপজেলা আহ্বায়ক ইয়াজ উদ্দিন রাসেল স্বেচ্ছাসেবক দল, সদস্য এস এম জহিরুল ইসলামসহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনায় আহতদের সুস্থতা, ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামা ইসলাম বানিয়াচং উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা মখলিছুর রহমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত