মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ সংবাদদাতা (হবিগঞ্জ) :- আজমিরীগঞ্জে খেলতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে চার বছরের শিশু তাসলিমা আক্তার (সায়মা)মৃত্যু বরন করেছে । এই ঘটনাটি ঘটে ২৩শে আগষ্ট রোজ শুক্রবার দুপুর আড়াই ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যসকই গ্রামের সরকারি প্রাথমিকবিদ্যালয়ের মাঠে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যসকই গ্রামের মোঃ সেলিম চৌধুরী মেয়ে তাসলিমা আক্তার সায়মা(৪) দুপুরের খাবার খেয়ে অন্যান শিশুদের সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায় খেলতে খেলতে একপর্যায়ে মাঠে বিদ্যুৎতের খুটির মাটিতে টানা দেওয়া তারে হাত দিতেই বিদ্যুৎতে লেগে যায় খবর পেয়ে তাসলিমার চাচা শুকনা বাঁশ দিয়ে বিদ্যুৎ থেকে রক্ষা করা চেষ্টা করে, কিন্তু রক্ষা আর হলা ততক্ষনে তাসলিমা মৃত্যু খুলে ঢলে পরে।
বিকাল চার ঘটিকার সময় খবর পেয়ে শিবপাশা পাড়ির পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটিকে ময়নাতদন্তের জন্য তাগিদ দেয় তাসলিমার বাবা সিলেট ভাংগারি ব্যাবস্যায় কাজে ছিল তাই অপেক্ষা করতে বলা হয়। এই বিষয়ে শিবপাশা পুলিশ পাড়ি ইনচার্জ মোঃ মোস্তফা কামাল ঘটনা সত্যতা শিকার করে জানান চার ঘটিকায় খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশটিকে ময়নাতদন্তের জন্য তাগিদ দেওয়া হলে তাসলিমার বাবা সিলেট ভাংগারি ব্যাবস্যায় কাজে ছিল তাই অপেক্ষা করা হচ্ছে, আসলেই সিদ্ধান্ত নেওয়া হবে ।
এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ডালিম আহমেদ এর সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি জানান শিশুটির বাবা সিলেট ভাংগারি ব্যাবস্যায় কাজে আছে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার জন্য আবেদন করা হয়েছে।