মো:আশিকুর রহমান আজমিরীগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভায় হতদরিদ্র কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে চাল,ডাল,ও সয়াবিন তেল বিতরণ করা হয়েছে। ২৬ আগস্ট সোমবার সকাল ১০ টায় বিতরণের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুজিবুল ইসলাম।
এ কার্যক্রমের আওতায় আজমিরীগঞ্জ পৌরসভায় কার্ডধারী ১,১২৩ জন উপকারভোগীর পরিবার স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে থাকেন। এ সময় ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা মইনুল হাসান খন্দকার।
স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে পৌরসভার ইলাম নগরের বাসিন্দা সবুর হোসেন বলেন এই পন্যগুলো পেলে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের উপকার হয়। তিনি আরও বলেন সরকারের কাছে আমাদের একটাই দাবি এটা যেন প্রতি মাসে দেওয়া হয়। এ বিষয়ে পৌর প্রশাসক মো. মুজিবুল ইসলাম বলেন আমরা সরকারের নির্দেশে নিয়মিত স্বল্পমূল্যে এই পন্যগুলো দিয়ে থাকি এটা চলমান প্রক্রিয়া।