দৈনিক হবিগঞ্জের বার্তা নিজস্ব প্রতিবেদক ঃ- সাড়ে ৮ মাসের মাথায় হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা সুলতানাকে প্রত্যাহার।অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের ২৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।এর মধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা সুলতানাকে ও প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের পাশাপাশি একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।