প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৫:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৪, ২:০৪ পি.এম
বানিয়াচং থানা পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান।

শাহ সুমন বানিয়াচংঃ- হবিগঞ্জের বানিয়াচংয়ে ০৫ আগষ্ট থানায় অগ্নিসংযোগ ও ভাংচুরে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসস্তূপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান।
(৩১ আগষ্ট ) সকাল সাড়ে এগারোটায় তিনি থানা পরিদর্শন করতে আসলে তাকে শুভেচ্ছা ও স্বাগতম জানান বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম।
গত ০৫ আগষ্ট বানিয়াচং থানা ভবনের বাইরে থাকা ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন মামলায় জব্দ করা গাড়িসহ বিভিন্ন আলামত পুড়িয়ে দেওয়া ও ভাঙচুর ওসির বাসভবনসহ পুলিশ সদস্যদের থাকার কোয়ার্টার-গুলো পরিদর্শন করেন।পরে বানিয়াচং থানায় কর্মরত অফিসার ফোর্স ও উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তি বর্গের সাথে কুশল এবং মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, সকল অফিসার ফোর্সদের সতর্কতার সহিত দৃঢ় মনোবল নিয়ে দেশ ও দেশের সেবা করার পরামর্শ দেন। থানায় আগত সকল সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কাজ করার আহবান জানান তিনি।এলাকার জনসাধারনকে সার্বক্ষনিক পুলিশের পাশে থেকে আইনশৃংখলা রক্ষায় সার্বিক সহযোগিতার আহবান জানান।
তাছাড়াও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জেলা গোয়েন্দা শাখা, হবিগঞ্জ, উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত