1. news@habiganjerbarta.com : হবিগঞ্জের বার্তা : হবিগঞ্জের বার্তা
  2. info@www.habiganjerbarta.com : হবিগঞ্জের বার্তা : হবিগঞ্জের বার্তা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষিশ্রমিকের মৃত্যু।  আজমিরীগঞ্জে সরকারি টিউবওয়েলের পানি নিতে বাঁধার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক,  নিয়ন্ত্রণে পুলিশের  টিয়ারশেল নিক্ষেপ। বানিয়াচংয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন। আজমিরীগঞ্জে এক সন্তানের জননীর আত্মহত্যা ।  আজমিরীগঞ্জে নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম, এবার সাহানগরের পালা, প্রতিরোধে নেই ব্যবস্থা।  দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজমিরীগঞ্জে নির্বাচন অফিসে মানববন্ধন ও কর্মসূচি পালন । বানিয়াচংয়ে নির্বাচন অফিসে মানববন্ধন ও কর্মসূচি পালন । বানিয়াচং শরীফ উদ্দিন সড়কে সন্ধ্যায় দুর্ধর্ষ ডাকাতি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে,  আতঙ্কিত মানুষ।  বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন।

আজমিরীগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন।

মোঃ আশিকুর রহমান
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে
মোঃ আশিকুর রহমান,আজমিরীগঞ্জ সংবাদাতা :-
দীর্ঘ সময় লোডশেডিং থাকায় ফ্রিজে থাকা খাবার নষ্ট হয়ে যাচ্ছে। গ্রহকের অভিযোগের নম্বরে ফোন করেও সাড়া মিলছে না কর্তৃপক্ষের সন্ধ্যার আগে মুদি দোকান থেকে মোমবাতি হাতে নিয়ে বাড়ি ফিরছেন মোঃ ডালিম  মিয়া (২৪)।ডালিম মিয়াকে প্রশ্ন করলাম হাতে মোমবাতি কেন তিনি বলেন, ‘কারেন্ট (বিদ্যুৎ) যা শুরু করছে, ঠিকমতো খাইতে পারি না। সারা রাইত ঘুমাইতে পারি না। রাইতে কি আর আন্ধাগোন্দা (অন্ধকারে) তাহকন যাইবো, বিদ্যুৎ থাকার পরেও অন্ধকারে  তাকতে হয়
থাকবেন কেন জানতে চাইলে ডালিম বলেন, ‘আমাদের আজমিরীগঞ্জ  উপজেলায় কারেন্ট (বিদ্যুৎ) যায় না মাঝে মধ্যে আইয়্যে।’ তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে এভাবেই কথাগুলো বলছিলেন  আজমিরীগঞ্জ জলসুখা  ইউনিয়নের ব্যাবসায়ী লিটন বলেন,‘ কারেন্টের কথা বলে আর লাভ নেই। রাইতে-দিনে ২৪ ঘণ্টার মধ্যে ৬-৭ ঘণ্টাও থাকে না। এই আসে, এই যায়। বাজারে তো গরম আরও বেশি। তারপরও দোকান খুলে বসে আছি। কী আর করব।’
আজমিরীগঞ্জ বাজারের ফার্মেসি দোকানের  (ঔষধ)বিক্রেতা হাবিবুর রহমান বলেন,আজমিরীগঞ্জ বাজারে   মুটামুটি ভাল তাকে কিন্তুু গ্রামে ৬ থেকে ৭ ঘন্টাবিদ্যুৎ থাকে ।এমন নজিরবিহীন লোডশেডিংয়ে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। আমাদের ব্যবসা-বাণিজ্য কম হচ্ছে।’
স্থানীয়রা জানান ছাত্র-ছাত্রীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না।’এখন   বৃষ্টি হচ্ছে  এরপর গরম প্রচুর গত এক সপ্তাহ উপজেলার অধিকাংশ এলাকায় দৈনিক ৬-৭ ঘণ্টাও বিদ্যুৎ সরবরাহ করা হয়নি। তীব্র গরমে যখন মানুষ হাঁপিয়ে উঠছে ঠিক তখনই এই লোডশেডিং।সকাল, দুপুর কিংবা রাতে দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীসহ সব শ্রেণি পেশার মানুষ। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে অনেকে বিরক্তি প্রকাশ ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছেন। অভিযোগ উঠেছে, বিদ্যুৎ পেতে অভিযোগ নম্বরে ফোন করা হলেও কোনো সাড়া মিলছে না বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষের।
আজমিরীগঞ্জের পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের ইন্জিনিয়ার  মাহবুব  হাসান এর সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি জানান  বর্তমানে যে বিদ্যুৎতের লোডশেডিং হওয়ার কারন তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে । ভারত থেকে আদানি গ্রুপ ১২০০মেগা ওয়াড বন্ধ করে দিয়েছে, এই জন্যে সরকারে দিতে পারতেছে না। পরিমানে কুবেই কম দিতেছে। যা দিতেছে লোকাল এলাকায়  দেওয়া হচ্ছে ,  বিভিন্ন  সময় বিভিন্ন  রকম দেয় তাদিয়েই পোষাতে হয়। আমাদের কাজ বিদ্যুৎ বিতরণ করা। সাপ্লাই বেশি পেলে আমার বেশি সরবরাহ করতে পারব।’
আজমিরীগঞ্জের পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের ডিজিএম  মোঃ আবুল হাসান এর সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি জানান   , ‘সারা দেশেই বিদ্যুতের সমস্যা। বিদ্যুতের উৎপাদন কম, চাহিদা বেশি। এছাড়া তীব্র গরমে এই চাপ আরও বেড়েছে। উপজেলায় পল্লী বিদ্যুতের চাহিদা ৬.৫ মেগাওয়াট  সারা উপজেলা  ১.৫ মেগাওয়াট  থেকে ২ মেগাওয়াট বর্তমানে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বর্তমান সরকার চেষ্টা করতেছে এই সমস্যা সমাধানের  জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট