শাহ সুমন ঃ- হবিগঞ্জের বানিয়াচংয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ প্রস্তুতি পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ও মেজর মাহী
সোমবার ( ৭ অক্টোবর) বিকালে দেশ মূখ্য পাড়া, বটের বাড়ি মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন, পরিদর্শন কালে,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান জানান, পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।এ ছাড়া স্বেচ্ছাসেবীদের তালিকা ও জরুরী মোবাইল সেবার নাম্বার সমূহ মন্দিরের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ কবির হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রুহুল আমীন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নূপুর কুমার দেবসহ সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।