শাহ সুমন :- বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা।রবিবার (১৩ অক্টোবর) সকাল থেকে পালিত হচ্ছে বিজয়া দশমী। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দূর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।বিজয়া দশমী উপলক্ষে বানিয়াচং পূজা মন্ডপগুলোতে আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করে।আর নারী ভক্তরা সিঁদুর দিয়ে দুর্গা দেবীকে প্রনাম জানানোর পাশাপাশি একে অপরের মুখে সিঁদুর দিয়ে বিজয়া উৎসব পালন করে।
দুপুরে দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শুঁটকি নদীর ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এসময় দুর্গাদেবীর প্রতিমাসহ অন্যান্য প্রতিমাগুলোকে ধুপ,মোমবাতি আর মিষ্টিমুখ করে আপ্যায়নের পাশাপাশি বিভিন্ন পরিমান দান করে ভক্তরা।
এদিকে বিসর্জন উপলক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়।বানিয়াচং উপজেলার ১৫ টি ইউনিয়নে ১০৩টি পূজামন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দূর্গো উৎসব করেছে ভক্তবৃন্ধরা জানিয়েছেন।