প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ৩:৪১ পি.এম
আজমিরীগঞ্জ শিবপাশায় সিএনজি – টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১।

মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ আজমিরীগঞ্জ শিবপাশা -পশ্চিমভাগ গতকাল রবিবারে সকাল আনুমানিক ৯ঘটিকায় ভায়া রোডে সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত হন নবীনগর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫)।স্থানীয় সূত্রে জানা যায়, মকবুল হোসেন একজন আচার বিক্রেতা। প্রায় দিনের মতোই গ্রামে গ্রামে ও হাট বাজারে গিয়ে আচার বিক্রি করতো।
প্রতিদিনের মতোই আচার বিক্রির জন্য টমটম যোগে হবিগঞ্জের পথে রওনা হন,কিন্তু এটাই ছিলো তার সে যাওয়া,শিবপাশা -পশ্চিমভাগ ভায়া রোডে সামন থেকে একটি টমটম রাস্তায় ঘুরাতে গিয়ে সিএনজি ধ্বাক্কা দেয় টমটম-কে। সিএনজি আর টমটম মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির সামনে বসা মকবুল হোসেন গুরুতর আঘাত পান।অন্য টমটমে যাত্রীরা গুরুত্বর অবস্থায় মকবুল হোসেনকে আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মকবুল হোসেন ৫ সন্তান কে রেখে যান,তাদের পরিবারে শোকের ছায়া ও তার স্ত্রীর আর্তনাদে কান্নায় ভাসছে তাদের পরিবার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত