1. news@habiganjerbarta.com : হবিগঞ্জের বার্তা : হবিগঞ্জের বার্তা
  2. info@www.habiganjerbarta.com : হবিগঞ্জের বার্তা : হবিগঞ্জের বার্তা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষিশ্রমিকের মৃত্যু।  আজমিরীগঞ্জে সরকারি টিউবওয়েলের পানি নিতে বাঁধার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক,  নিয়ন্ত্রণে পুলিশের  টিয়ারশেল নিক্ষেপ। বানিয়াচংয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন। আজমিরীগঞ্জে এক সন্তানের জননীর আত্মহত্যা ।  আজমিরীগঞ্জে নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম, এবার সাহানগরের পালা, প্রতিরোধে নেই ব্যবস্থা।  দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজমিরীগঞ্জে নির্বাচন অফিসে মানববন্ধন ও কর্মসূচি পালন । বানিয়াচংয়ে নির্বাচন অফিসে মানববন্ধন ও কর্মসূচি পালন । বানিয়াচং শরীফ উদ্দিন সড়কে সন্ধ্যায় দুর্ধর্ষ ডাকাতি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে,  আতঙ্কিত মানুষ।  বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন।

জলসুখায় ইউনিয়ন পরিষদ থেকে মা শিশু (বি ডব্লিউ বি) ৪৩ বস্তা চাল রহস্যজনকভাবে উদাও। দফাদারের দৌঁড় ঝাঁপ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ সংবাদদাতা :-আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন পরিষদের ভবন থেকে দরজায় অক্ষত তালা ঝুলানো অবস্থায় ভিতর থেকে মা শিশুর(বি ডব্লিউ বি) ৪৩ বস্তুা চাল রহস্যজনক ভাবে উদাও। ইউনিয়ন পরিষদ ভবনের তালার চাবি দফাদার অরুন আচার্যর কাছে ছিলো । ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ থাকলেও বার বার ইউনিয়ন পরিষদে চুরির ঘটনা ঘটে বেশ কিছু দিন ধরে,এরআগেও তথ্য ও সেবা কেন্দ্র (ডিজিটাল সেন্টার) এর কম্পিউটার সহ সরমঞ্জাম চুরি হলেও এর কোন প্রতিকার হয় নাই। এবার হল মা শিশুর(বি ডব্লিউ বি) ৪৩ বস্তুা চাল।ইউনিয়ন পরিষদের মহিলা সহ গ্রাম পুলিশ পাঁচ জন তারা হল অরুন আচার্য্য(দপাদার), আবু শামা, তফুর আলী, হেনা, বাসনা।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬শে অক্টোবর রোজ শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনাটি ঘটে। ২৭শে অক্টোবর রোজ রবিবার ইউনিয়ন পরিষদের সচিব আজিজুর রহমান এসে দরজায় অক্ষত অবস্থায় তালা ঝুলানো রয়েছে অন্য একটি দরজা ভিতর দিয়ে লাগানোর পরিবর্তে বহিরের দিকে লাগানো এই অবস্থা দেখে সন্দেহ জাগে সাথে সাথে ১নং ওয়ার্ডের মেম্বার শেখ জুনায়েদ আহমেদ ও ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফারভেজ মিয়া এবং দফাদার অরুণ আচার্য্যকে নিয়ে দরজা খোলে বস্তা গুনে দেখে ৪৩বস্তা চাল উদাও।, এ অবস্থায় দেখে সবাই বিষয়টি রহস্যজনক মনে হয়।এই ঘটনার পর দফাদার অরুণ আচার্য্য বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ শুরু করে।
এই বিষয় নিয়ে, জলসুখা ইউনিয়ন পরিষদের সহকারী সচিব মনুজ কান্তির সঙ্গে মুঠোফোন ফোনে আলাপ করলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দরজায় অক্ষত অবস্থায় তালা ঝুলানো রয়েছে অন্য একটি দরজা ভিতর দিয়ে লাগানোর পরিবর্তনে বহিরের দিকে লাগানো দেখতে পাই সন্দেহ হলে মেম্বারদের অবগত করে গুনে ৪৩বস্তা চাল উদাও, তালার চাবি ছিল দফাদার অরুণ আচার্য্যর কাছে ছিল।

এই বিষয় নিয়ে ১নং ওয়ার্ডের মেম্বার শেখ জুনায়েদ আহমেদ ও ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ পারভেজ মিয়ার সঙ্গে আলোচনা করলে তাহারা জানান ইউনিয়ন পরিষদের সচিব আজিজুর রহমান আমাদের ফোন দিলে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখি দরজায় অক্ষত অবস্থায় তালা ঝুলানো রয়েছে অন্য একটি দরজা ভিতর দিয়ে লাগানোর পরিবর্তে বহিরের দিকে লাগানো পরে দরজা খুলে বস্তা গুনে ৪৩বস্তা চাল উদাও,এই বিষয়টি চেয়ারম্যানকে অবগত করি।

এ বিষয় নিয়ে দফাদার অরুণ আচার্য্যর জন্য মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ করে নাই।
এই বিষয় নিয়ে জলসূখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু বলেন,আমি শুনেছি এই বিষয়ে দফাদারকে বলেছি খোঁজ নিতে।আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক জানান, বিষয়টি আমি অবগত নই,আমার কাছে কোন অভিযোগ দেয়নি,তাছাড়া পুলিশ কেইস হয়নি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট