শাহ সুমন ঃ- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় খিরা চাষের উপযোগী আবহাওয়া থাকায় এবার খিরা চাষীদের মুখে হাসি ফুটেছে।খিরা চাষ করে বাম্পার ফলন ও আশাতীত ভালো দাম পাচ্ছেন কৃষকেরা। প্রতিমণ খিরা পাইকারি বিক্রি হচ্ছে আটশ’ থেকে একহাজার টাকায়। বানিয়াচংয়ে এবছর প্রায় -১৩৫ হেক্টর জমিতে খিরা চাষাবাদ করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। সবুজ ডগার খিরা গাছে ভরে গেছে কৃষকের খেত।
ইতোমধ্যেই বানিয়াচং উপজেলার বিভিন্ন হাটবাজারে খিরা বিক্রি শুরু হয়েছে। (১৯ নভেম্বর) সোমবার সরেজমিনে বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পুর্ব ইউনিয়নের তেল ঘড়ি হাওরে খিরা খেতে গিয়ে কথা হলো চতুঙ্গরায়ের পাড়া গ্ৰামের খিরা চাষী মোঃ জুয়েল মিয়া জানান, অন্য ফসলের চেয়ে খিরা চাষে অধিক লাভ হওয়ায় এ চাষাবাদের প্রতি তার ঝোঁক। এক বিঘা জমিতে খিরার চাষ করতে তার ১২-১৪ হাজার টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে এক দিনে ৫০ হাজার টাকা খিরা বিক্রি করেছি।দাম ও বেশ ভালো পেয়েছি।