মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ:- হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা দারুল উলূম মাদ্রাসায় থেকে কুরআনের হেফজ সম্পন্ন করায় ৪ জনকে পাগড়ি দিয়ে সম্মাননা করা হয়েছে। ১৬ ই ডিসেম্বর রোজ সোমবার রাত ১১ ঘটিকায় দিকে জলসুখা দারুল উলূম মাদরাসার মাঠ ময়দানে বার্ষিক ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠানে এ পাগড়ি প্রদান করা হয়।
এ সময় মেধা তালিকায় ৪ জনকে পুরস্কৃত করা হয় তারা হল, (১)ফজলে রাব্বি (২) মোঃ রবিউল হাসান(৩)সাদ আবদুল্লা (৪) সারোয়ার । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েখ মেীলভী আব্দুল হালিম, প্রধান অতিথি আল্লামা ফজুল হক খাঁন তাহাদের পাগড়ি পরিদান করিয়ে দেন।এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মুফতি নুরুল আমীন আল ফরিদী সহ আরও অতিথিবৃন্দ। পাগড়ি পাওয়া ছাত্ররা মাদ্রাসার কমিটি ও সকল শিক্ষকবৃন্দ সহ উস্তাদ হাফিজ জুবায়ের আহমেদ , হাফিজ আরমান খাঁন এর পতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।