স্টাফ রিপোর্টারঃ- আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন ঐতিহ্যবাহি দক্ষিণ পাড়া মহল্লার নির্বাচন অত্যান্ত আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ সম্পর্ন।
সভপতি মোঃ জহুর হোসেন সাধারন সম্পাদক আবু হানিফ কোষাধ্যক্ষ তাজুল ইসলাম ।। ২৮ শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার জলসুখা বাজার দক্ষিণ পাড়া মহল্লার কার্যালয়ে জলসুখা ইউনিয়নের ঐতিহ্যবাহি দক্ষিণ পাড়া মহল্লার নির্বাচনের ভোট শুরু হয় সকাল ৯ ঘটিকা থেকে ১১৩০ ঘটিকা পর্যন্ত। সাধারণ সম্পাদক পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু হানিফ ও সভাপতি পদে প্রার্থী ছিলেন দু জন মোঃ জহুর হোসেন ও মোঃ লিবাছ মিয়া। এবং কোষাধ্যক্ষ পদে ছিলেন দু জন মোঃ তাজুল ইসলাম ওমেঃ আওলাদ হোসেন । এবারের নির্বাচনে ৪০ টির মধ্যে ভোট পড়েছে ৪০টি অর্থাৎ ১০০% ভোট কাস্ট হয়েছে। ।
নির্বাচনের ফলাফল সভাপতি পদে লিবাছ মিয়া আনারস মার্কায় ১৮ ভোট ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী হোন্ডা মার্কায়২১ ভোট পেয়ে মোঃ জহুর হোসেন নির্বাচিত হয়েছেন। এবং কোষাধ্যক্ষ পদে মোঃ আওলাদ হোসেন ঘড়ি মার্কায় ১৯ ভোট ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল মার্কায় মোঃ তাজুল ইসলাম ২১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ভোটাররা। এদিকে প্রার্থীরা জানিয়েছেন, জয় পরাজয় যাই হোক সবাই একসাথে কাজ করবেন মহল্লা উন্নয়নে।