শাহ সুমন, বানিয়াচং ঃ- হবিগঞ্জে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের সুলতানশী মাজার এলাকায় চালক তাহের মিয়াকে(৪৫)কে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় অজ্ঞান পার্টি।
গতকাল শুক্রবার বিকাল দুইটার দিকে তাহের মিয়াকে অচেতন অবস্থায় থাকে হবিগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাহের মিয়াকে নিয়ে আসা সহকর্মী মোঃ শাহজাহান মিয়া জানান, ইজিবাইক চালক তাহের মিয়া বানিয়াচং থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জ যান। সে সময় এক দল অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হবিগঞ্জের সুলতানশী মাজার এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ইজিবাইক নিয়ে যায় প্রতারক চক্র। ইজিবাইক চালক তাহের মিয়া, বানিয়াচং উপজেলার ১নং উওর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দওপাড়া গ্ৰামের বাসিন্দা
।