শাহ সুমন বানিয়াচং থেকে ঃ- “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা ও অগ্নি নির্বাপক প্রদর্শনের মাধ্যমে বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তূতি দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১০ মার্চ) সকাল এগারোটায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বানিয়াচং ইউনিটের স্টেশন অফিসার এর নেতৃত্বে উপজেলা মাঠ প্রাঙ্গনে মহড়ার আয়োজন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান।
এসময় তিনি বলেন, দুর্যোগের কারণে প্রতি বছর দেশের বিপুল সংখ্যক জীবন ও সম্পদের ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ নির্মূলের কোন পদ্ধতি এখন ও আবিষ্কৃত হয়নি।তবে দুর্যোগের হাত থেকে বাঁচতে হলে সবাইকে এক সাথে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়নের উপ-সহকারি প্রকৌশলী মোঃ নুমান মিয়া, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ, বিভিন্ন শ্রেণীপেশার লোক জন উপস্থিত ছিলেন।