আজমিরীগঞ্জ থেকে :-আজমিরীগঞ্জে ইদুরের বুলেট ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন ইয়াসমিন(৩০) নামে এক সন্তানের জননী। এই ঘটনাটি ঘটে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের আন্নরকালি হাটিতে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২১ শে মার্চ শুক্রবার পরিবারের সবার সঙ্গে ইফতার শেষ করে সাদ্দাম মিয়ার স্ত্রী ইয়াসমিন রাত প্রায় ৮ ঘটিকায় সময় সবার অগোচরে ইদুরের বুলেট ট্যাবলেট খেয়ে ছটপট করতে থাকে পরিবারের লোকজন টেরপেয়ে দ্রুত পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে ও রোগীকে দেখে কর্তব্যরত ডাক্তার সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাগিব রাবেয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেন। চিকিৎসারত অবস্থায় ২২শে মার্চ রোজ শনিবার রাত প্রায় ১১ঘটিকায় ইয়াসমিন মৃত্যু বরন করে। সেখানে থেকে লাশ বাড়িতে নিয়ে আসার পর পোস্টমর্টেমের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাঈদুল হাসান এর সঙ্গে মুঠোফোন আলাপ করলে, তিনি জানান মহিলাটি বিষ খেয়ে মৃত্যু হওয়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় , সেখানে হবিগঞ্জ সদর থানা পুলিশ পোস্ট মর্টেমের ব্যবস্থা করছে।