মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ প্রতিনিধি :-
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা কৃষ্ণ গোবিন্দ পাবলিক উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ২২শে এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট পুরুষ ৮ জন ও মহিলা ২ জনসহ ১০ জন সাধারন সদস্য প্রার্থী নির্বাচন করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৭০১ জন। ভোট কাষ্ট হয়েছে ৩৪৮ টি ও এর মধ্যে ৩৬টি ভোট নষ্ট হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা আব্দুল সালাম । নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে ছিলেন আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান সহ এক দল পুলিশ টিম। ভোটাররা তাদের নিজের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে অনেক আনন্দ প্রকাশ করে। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচনে অভিভাবক সদস্যদের মধ্যে প্রথম হয়েছেন মোঃ লিটন মিয়া ১৭৯ ভোট পেয়ে। দ্বিতীয় হয়েছেন মোঃ অলিউর রহমান ১৬১ভোট পেয়ে। তৃতীয় হয়েছেন রাজিব চন্দ্র গোপ ১৪৮ ভোট পেয়ে। আবু আলী মোঃ ফরিয়াদ চৌঃ ১৪৭
ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। এছাড়াও মহিলা প্রতিনিধি ঝুমা রানী গোপ ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জানা গেছে, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মারফত উল্লা প্যানেল বিজয়ী হয়েছেন।